রংপুরের তারাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়ের সহযোগিতায় প্রাথমিক শিক্ষা পরিবার হাড়িয়ার কুঠি ইউনিয়ন আয়োজিত টুর্নামেন্ট টি ডাঙ্গিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। পুরস্কার বিতরণ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খিয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারিয়ার কুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সাহাজিদা হক হাড়িয়ারকুঠি ইউনিয়নের একমাত্র বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ পাটোয়ারী। উপস্থিত ছিলেন হাড়িয়ার কুঠিইউনিয়ন পরিষদের আওতাধীন সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী।,অভিভাবক সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।