ফুলতলার কৃষক শেখ মুজিবর রহমান (৫৮) হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি আশরাফুল আলম ওরফে কুতুব (২৮) কে গ্রেপ্তার করেছে। রোববার বিকাল সাড়ে ৩ টায় যশোরের নওয়াপাড়ার ধোপাধি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মুজিবর হত্যা মামলার আসামি কুতুব নওয়াপাড়ার ধোপাধি গ্রামস্থ তার বোন খাদিজার বাড়িতে অবস্থান করছে। সংবাদ পাওয়ার সাথে সাথে ওসি মোঃ রফিকুল ইসলাস, এসআই আসাদুজ্জামান, এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সাদা পোশাকধারী পুলিশ ওই এলাকাটি ঘিরে ফেলে। বিভিন্ন বাড়িতে তল্লাসী করার পর ছবি দেখে নিশ্চিত হয়ে কুতুবকে গ্রেপ্তার করে ফুলতলা থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, মুজিবর হত্যা ঘটনায় জড়িত কুতুবকে পুলিশি হেফাজতে রেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, মুজিবর হত্যার পর পরই হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য নিজেই এবং অন্যান্য পুলিশ অফিসাররা নড়াইল যশোরসহ বিভিন্ন এলাকায় গোপন ও প্রকাশ্য অভিযান চালানো হয়। সর্বশেষ আজকের (রোববার) নওয়াপাড়া অভিযান সফল হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে নিয়েই হত্যা কান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চলছে।