ফুলতলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের ধাক্কায় মুখোমুখি সংঘর্ঘে কাভার্ডভ্যান চালক মোঃ ওলিয়ার শেখ (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। তিনি নড়াইল জেলার মিঠাপুর গ্রামের গোলাস রসুলের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বেলা ৩টার দিকে প্রবল বৃষ্টির সময় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এম এম কলেজের সামনে খুলনাগামী ট্রাক নং (খুলনা মেট্রো ট-১১-২২৭৭) এর সাথে বিপরীতমুখী তাহেরা মরিয়ম নামে এক কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২২-২৯৭৪) এর মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ী দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যান চালক মোঃ ওলিয়ার শেখের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।