মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এই বিদায়ী কর্মকর্তার দায়িত্ব পালনকালে বিভিন্ন মুহুর্তের স্মৃতিচারণ করেন। তিনি এই উপজেলায় ১ বছর ৮ মাস সহকারি কমিশনার (ভূমি'র) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিশেষে উম্মে হাবিবা ফারজানাকে ফুল দিয়ে শুভ কামনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, নির্বাচন অফিসার আল আমিন, গুল রওশন ফেরদৌস, প্রকল্প কর্মকর্তা আইমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।