কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে জি আরের চাউল বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জুলাই) বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঐ ইউনিয়নের ১ হাজার ৭শ পরিবারে মাঝে ১০ কেজি করে চাউল বিতারণ করা হয়। চাউল বিতারণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্যানেল চেয়ারম্যান গনেশ মন্ডল, আবু হাসান প্রমুখ।