নেত্রকোনার কলমাকান্দায় ঘোড়াডুবা হাওরে নৌকা ডুবে দুইজন নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে যাওয়ার বাড়ি যাওয়া পথে ঘোড়াডুবা হাওরে ট্রলার ডুবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই মহিলা হলেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালা বিয়ারা গ্রামের রানা সরকার এর স্ত্রী অনিমা রাণী সরকার (৩৫) ও আদর্শ নগর গ্রামের উজ্জ্বলা রানী সরকার (৪০)।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বড়ইউন্দ গ্রামের পারুল তালুকদারের শ্রাদ্ধের দাওয়াতে এসেছিল এই দুই মহিলা। পরের দিন বড়ইউন্দ হইতে নিজ বাড়িতে ফিরে যাওয়ার আনুমানিক ১১টার সময় ঘোড়াডুবা হাওরে তাদের এই মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয় আরও জানায়, ট্রলারে আরও অনেকেই ছিল, আশপাশে নৌকার লোকেরা এসে তাদের উদ্ধার করেছে, কিন্তু এই মহিলা একটু দেরি হওয়াতে আর বাঁচাতে পারেনি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফুল হক জানান, এই মর্মান্তিক ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।