রংপুরের পীরগঞ্জে জমির আইল কাটতে বাঁধা দেয়ার কারণে প্রতিপক্ষের কোদালের কোপে মমিন মিয়া (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছে। সে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিসনগর গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার দুপুরে দানিসনগর (রাজবাড়ি) গ্রামের মৃত আয়েজ উদ্দিনের পুত্র জালাল উদ্দিন (৫৮) গ্রাম সংলগ্ন জমিতে কোদাল নিয়ে আইল কাটতে যায়। পাশেই নিহত মমিন মিয়ার উঁচু পানের বরজ। জালাল উদ্দিন মমিন মিয়ার উঁচু পানের বরজের আইল কাটতে থাকলে সে বাধা দেয়। এ নিয়ে উভয়েই বচসা ও হাতাহাতি হয়। এরইমধ্যে জালালের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে এসে মমিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কোদাল দিয়ে মাথায় সজোরে আঘাত করে। আশংকাজনক অবস্থায় মমিন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতেই সেখানে সে মারা যায়। ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল। জালাল উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।