জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। রোববার (১৪ জুলাই) সকাল ৬টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দুপুরে এরশাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন মিয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল হকসহ অঙ্গসংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সরকারী সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা পরিষদ গঠন করেছিলেন। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, শুক্রবার ছুটির দিন করেছেন, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিলেন। তার সময় দেশে দূর্নীতি ছিল না, মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভাল ছিল। তিনি দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন যা আজও মানুষ তা মনে রেখেছে। আগামীতে হুসেইন মুহম্মদ এরশাদের চেতনা ও আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি কাজ করে যাবে বলে জানান দলের নেতারা। এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগরীর ৩০টি পয়েন্টে এরশাদের ভাষণ ও কুরআন তেলাওয়াত মাইকে প্রচার, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম, ফাতেহা পাঠ করা হয়েছে।