“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান” শ্লোগানকে সামনে রেখে রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপন করা। কর্মসূচির মধ্যে ছিলো সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী শুরু হয়ে নগরীর টাউনহল চত্বরে শেষ করে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মোত্তাকি ইবনু মিনান, রংপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম (বার)। শুরুতে সূচনা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। আলোচনা সভায় বক্তাগণ বলেন ‘মাদকের ভয়াবহতা আজকে আমাদের সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। মাদকের সহজ প্রাপ্যতা বৃদ্ধি এবং মাদকাসক্ততার কারণে পরিবার, সমাজ, দেশ ও জাঁতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমাদের সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক। এ ভয়ানক পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশসহ সারা বিশ্ব। আজকে অবিভাবকের মধ্যে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক সঙ্কা দেখা দিয়াছে। অভিভাবকরা শংকিত কখন মাদকের ¯্রােতে দিক হারিয়ে নেশার জালে আটকা পড়ে যায় তাদের প্রিয় সন্তান’। আলোচনা শেষে মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে চিত্রাঙ্কন, রচনা,আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশনেয়া বিজয়ী রংপুরস্থ স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।