রোববার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন এলডিডিপি এর আওতায় শৈলকূপা উপজেলার ধলহরা চন্দ্র ও বগুড়া ইউনিয়নের ২টি ডেইরি পিজি খামারের ৮০ জন সদস্য নিয়ে ঝিনাইদহের হরিশংকরপুর গ্রামের এপিক ডেইরি নামের একটি খামার এক্সাপোজার ভিজিট করা হয়েছে। খামারটি ভিজিট শেষে পিজি সদস্যদের উদ্দেশ্যে গরু পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকূপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের প্রধান, ডাক্তার মোঃ মামন খান।