চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়। রোববার (১৪ জুলাই) তিনি চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা বার্ষিক পরিদর্শন করেন। ডিবি অফিসে আগমন করলে অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদানের মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে। এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শন কালে জেলা গোয়েন্দা শাখার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর। এ সময় শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার), চাঁদপুর, এনামুল হক চৌধুরী, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর সহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।