যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি সমাবেশে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কানে আঘাত করেছে। দেশটিতে ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই দুর্ভাগ্যজনক ঘটনায় অস্থিতিশীলতার আশঙ্কা আরও বেড়ে গেছে। খবর আলজাজিরার।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ট্রাম্পের ওপর এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কিয়ার স্টার্মার বলেন, ‘পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর এমন হামলা কোনো ভাবে কাম্য নয়। এমন ঘটনার নিন্দা জানাই। ডোনাল্ড ট্রাম্পের জন্য শুভ কামনা রইলো।’
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘গণতন্ত্র বিরোধী যেকোন সহিংসতার বিপক্ষে আমরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করি।’
ইউরোপীয় ইউনিয়নের (ইউ) পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল লিখেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলায় হতবাক হয়ে গেছি। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি।’
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আমার বন্ধু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি।’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘এমন অন্ধকার সময়ে ট্রাম্পের জন্য প্রার্থনা রইলো।’
ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও অনেকে।