বে-সরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিষন ঘোড়াঘাট (এপি) এর আয়োজনে রোববার বেলা ১১টায় নিজস্ব সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিষন ঘোড়াঘাট এড়িয়ার ম্যানেজার রোলেন্ড গোমেজ। তিনি তার বক্তব্যে জানান, দীর্ঘ ১৭ বছর ঘোড়াঘাট এড়িয়ায় ওয়ার্ল্ড ভিষন ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৯টি গ্রামে ৭৫হাজার ৩শত ৫৩ জনসুবিধাভোগীর কাছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সেবা পৌছে দিয়েছে। একই সাথে ২৮৮৩জন দরিদ্র পরিবারে প্রশিক্ষন ও সহায়তা দান করেছেন। বিশেষ করে শিশুদের নিয়ে কাজ করেছি আমরা। এ ছাড়াও ৫টি প্রাথমিক সমবায় সমিতি গঠন করা হয়েছে। যার কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ভিষনের ঘোড়াঘাট এড়িয়ার সকল কার্যক্রম বন্ধ করা হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ হইতে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সেক্রেটারী শাহ আলম, সিনিয়র সহ সভাপতি কাজী নাসির মঈদ, সাংগঠনিক সেক্রেটারী আবু বককর সিদ্দিক, মোহনা টিভির সাংবাদিক সামসুল ইসলাম সামু, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, এশিয়ান টিভির আবদুল লতিফ দৈনিক কালবেলার মনোয়ার বাবু ও গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি কবি মাসুদ রানা, আলম চৌধুরী, আবু তাহের ও শ্রী যতিশ।