গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়ার ‘‘দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’’ মাঠে শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব ১৭ বালকে কাপাসিয়া সদর ইউনিয়ন এক-শূন্য গোলে চাঁদপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সাবেক কৃতী ফুটবলার ও এ এফ সি কোচ উত্তম কুমার দাসের সহযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
ধারাভাষ্যকার ক্রিড়া শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মাঝে কাপাসিয়া থানার ওসি আবুবকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস-চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, শামীমা নাসরিন শিখা, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন প্রধান, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।