রাজধানী ঢাকার মিরনজিল্লাসহ হরিজন পল্লীর বাসিন্দা, দেশের নানা স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ ও জমি দখলের অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ গৃহীত কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ জুলাই বিকালে চাঁদপুর শহরের বাইতুল আমিন মসজিদ সম্মুখে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা,
দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর,চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, জেলা
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের
জেলা হিন্দু মহাজোটের সভাপতি রতন চন্দ্র, চাঁদপুর হেলা সমাজ পঞ্চায়েত কমিটির সভাপতি বিধান চন্দ্র দাস প্রমূখ।
সমাবেশে বক্তারা মিরনজিল্লা হরিজন কলোনীর বাসিন্দাদের উপর হামলা ও ও অবৈধ উচ্ছেদের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানান। এবং এই চক্রান্তে জড়িতদের বিচারের দাবি জানান।
বিক্ষোভ ও সমাবেশে চাঁদপুর হরিজন সম্প্রদায়, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনতান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।