গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ উপলক্ষে কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তার পাশে ও বিভিন্ন সংগঠনকে ১৫ হাজার গাছের চারা বিতরণ ও ৫ হাজার চারা রোপন করা হয়েছে।
শনিবার ১৩ জুলাই দিনব্যাপী কাপাসিয়া ডাকবাংলো, বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর উজলী মডেল একাডেমি, বারাব নূরানী মাদ্রাসা এতিমখানায় ও বায়তুল আকসা মসজিদ সহ উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয়।
শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চারা গাছ বিতরণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চুক্ষ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এএসএম মুইন উদ্দিন, ইপিডিমিউলজিষ্ট ও একজান্ক ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া মুহাম্মদ সামসাল ইসলাম, এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির শিমুল, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন পাঠান, বীর উজলী মডেল একাডেমির পরিচালক আশরাফুল আলম আসাদ, মোমতাজ উদ্দিন বিএসিস সহ এলাকার বিভিন্ন শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ফাউন্ডেশন কাপাসিয়া উপজেলার বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সভাপতি সমাজ বন্ধু ইকবাল হোসাইন বলেন, এলাকার চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসহ এতিম অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে যাচ্চ্ছে এই সংগঠন। তারই ধারাবাহিকতায় আজ ২০ হাজার বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ ও রোপন করা হয়েছে।