ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়া হযরত শাহ্ সূফী মাওলানা আব্দুল্লাহ শাহ্(রহ.) মাজার এর নব-নির্বাচিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১৩ জুলাই)আব্দুল্লাহ শাহ্(রহ.) এর মাজার পরিচালনার কমিটির অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কার্যনিবার্হী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ওই সভায় সভাপতিত্ব করেন মাজার পরিচালনার কমিটির সভাপতি ও পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া।সভা পরিচালনা করেন মাজার পরিচালনার কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া।
সভায় বক্তব্য রাখেন হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)মাজার এর নব-নির্বাচিত পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক কাজী আলাউদ্দিন,যুগ্ম সম্পাদক সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া,সাংগঠনিক সম্পাদক মো: আলাল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ সেলিম,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম,কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আশিকুর রহমান সুমন,সহ-কোষাধ্যক্ষ মো: মন্টু মিয়া,আমির হোসেন মোল্লা। সভায় গঠনতন্ত্র তৈরিসহ মাজারের সার্বিক উন্নয়ন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন,মাজারে আগত ভক্তগণের যাতায়াত ও টয়লেট ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)এর নব-নির্বাচিত মাজার পরিচালনা কমিটি মাজারের স্বার্থরক্ষায় সকল কার্যক্রম সঠিক ও সুশৃংখলভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
মাজার পরিচালনার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া সভায় উপস্থিত সকল সদস্যগনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)এর কার্যনিবার্হী কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।