ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসকে বাকার অডিটোরিয়ামের সদ্য নির্মিত ভবণের উদ্বোধন করা হয়েছে।
বিশিষ্ট বিজ্ঞানী দানবীর সামসুর করিম বাকার এর নিজ অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যায়ে এ অডিটোরিয়ামের মির্মান কাজ শেষ হয়। শনিবার সকাল ১০ টায় ফিতা কেঁটে এর শুভ উদ্বোধন করেন,উদ্বোধক ও প্রধান অতিথি বিশিষ্ট বিজ্ঞানী আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী দানবীর ব্যাক্তি ড.সামসুল করিম বাকার। এ উপলক্ষে এক আলোচনা সভা সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সাবেক সভাপতি এ এম বাচ্চু আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফুনেচ্ছা খাতুন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,এসকে বাকার কলেজের সভাপতি মোঃ মতলেব হোসেন,ডাঃ হরিদাস চন্দ্র মন্ডল,অধ্যক্ষ আবদুল হালিম বিশ্বাস প্রভাষক কবির হোসেন,প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন,সমাজসেবক চন্ডিদাস দেওয়ান,সাবেক সভাপতি এমএম ফিরোজ আহম্মেদ বাবুল,আশিকুর রহমান সাগর,শিক্ষক প্রতাপ চন্দ্র মন্ডল,শিক্ষক জিএম আবদুর রাজ্জাক,শিক্ষক নুরে আলম সিদ্দিকী বাবু,শিক্ষক রাজিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করে ছাত্র ইমন হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করে ছাত্রী দৃষ্টি মল্লিক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি শেষে অনুষ্ঠানে অংশ গ্রহনকারি সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ আবদুল জলিল।