শনিবার সকালে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান রংপুর জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় সভায় অংশগহণ করেন জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম।
শুরুতেই পুলিশ সুপার আগত বীর মুক্তিযোদ্ধাগণদের স্বাগত জানান এবং বীর মুক্তিযোদ্ধাগণ পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সভায় বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের বক্তব্যে রংপুর জেলার সর্বস্তরে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশেষভাবে আহবান জানান। বীর মুক্তিযোদ্ধাগণ থানায় গেলে যেন যথাযথ সম্মান পান এবং কোন প্রকার হয়রানি বা প্রতারণার শিকার না হন এ বিষয়ে দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাগণের ভাতা, প্রণোদনা ও বিভিন্ন সুবিধা প্রদান করেছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মেগাপ্রজেক্ট (যেমন-পদ্মাসেতু রেল সংযোগ, পাতাল মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রভৃতি) বাস্তবায়নে যে সকল অপশক্তি বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মর্মে মতামত ব্যক্ত করেন।
দূর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে তাঁরা একযোগে কাজ করার আহবান জানান এবং রংপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় যেকোন কার্যক্রমে তাঁরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাগণের কথাগুলো গুরুত্বের সাথে শোনেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারবর্গ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সাথে বিশেষ মত বিনিময় সভায় আগত সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বীর মুক্তিযোদ্ধাগণদের প্রত্যাশিত বিষয়গুলো পূরণের জন্য আশ্বাস প্রদান করেন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধাগণের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় রংপুর হবে নিরাপদ ও শান্তির জেলা। আজ সকালের দিকে বীর মুক্তিযোদ্ধা (সাবেক ডেপুটি কমান্ডার) মোঃ মতিয়ার রহমান মৃত্যুবরণ করায় পুলিশ সুপার তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
বিশেষ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, কমান্ডার (সদ্য সাবেক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ও মহানগর শাখা, রংপুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ সদরুল আলম দুলু, মহানগর ইউনিট কমান্ডার (সদ্য সাবেক), রংপুর, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জনাব মোঃ নাসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, পীরগাছা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার (সদ্য সাবেক), পীরগাছা, রংপুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, গংগাচড়া মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার (সদ্য সাবেক), গংগাচড়া, রংপুর, মোঃ আবু জাকারিয়া জাকির, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রংপুর মহানগর শাখা, রংপুরসহ অত্র জেলার বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর, মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর মহোদয়সহ পুলিশ সুপারের কার্যালয় রংপুরে কর্মরত বিভিন্ন পদ মর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।