দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে রিফাত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৩ জুলাই শনিবার দুপুরে উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের কিসমত ফতেজংপুর গ্রামের কালাচাঁন নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত রিফাত হোসেন (৬) ওই এলাকার মো. আবদুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু রিফাত অপর আরেক শিশুসহ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে গিয়ে হা-বু-ডু-বু খাচ্ছিল। এ সময় এলাকাবাসী তাদের দেখতে পেয়ে এক শিশুকে পানি থেকে ওঠাতে পারলেও শিশু রিফাত পুকুরের পানিতে তলিয়ে যায়। রিফাতের স্বজনেরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশু রিফাতের মৃত্যু হয়েছে।