“রেণু পোনা নিধন বন্ধ করি, মৎস্য সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষার অভিযান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে এক ব্যবসায়ির কবল থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রিং জাল উদ্ধার করেন। পরে ভ্রাম্যমান আদালতে জরিমানা করে জাল গুলি ধ্বংস করে দেয়া হয়। সূত্র জানায়, শাহবাজপুর প্রথম গেইট এলাকায় দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে রিং জাল মজুদ করে রাখছেন মো. মাছুম (২৩) নামের এক ব্যবসায়ি। মাছুম বিজয়নগর উপজেলার আব্দুল্লাপুরের আমতলী এলাকার নাসির মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, এখানে মজুদ রেখে মাছুম অতি গোপনে বিভিন্ন জায়গায় এই জাল বিক্রি করতো। বর্তমানে চারিদিকে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় এই জালের চাহিদা বেড়েছে। তাই তার মজুদের পরিমাণও বেড়ে চলেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাছুমের দোকান ঘর থেকে ৩২ পিস রিং জাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবসায়ি মাছুমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় লোকজনসহ সকলের উপস্থিতিতে ওই জাল গুলি আগুনে পুঁড়ে ধ্বংস করে দেয়া হয়েছে। উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুকসুদ হোসেন, সরাইল থানার এস আই অজিত দে, মৎস্য অফিসের ষ্টাফ মো. জসিম উদ্দিন।