রংপুরের পীরগাছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মিজানুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজ গর্ভানিং বডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
প্রদর্শক সঞ্জিব কুমার গোস্বামীর সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ শরীফুজ্জামান বুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুল মোত্তালিব, গর্ভানিং বডি সদস্য সাহার আলী, সহকারি অধ্যাপক আবদুস সালাম, জালাল উদ্দীন, মোনয়েম সরকার, মোখলেসুর রহমান প্রমুখ।পরে দোয়া পরিচালনা করেন
সহকারি অধ্যাপক রেজওয়ানুল হক রেজা। শেষে বীর মুক্তিযোদ্ধা শাহ মিজানুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়।