রংপুরের পীরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় জেএন মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও দেউতি স্কুল এ- কলেজের অধ্যক্ষ ক্রীড়াবিদ এবিএম মিজানুর রহমান সাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, তোফাজ্জল হোসেন, আবুল বাশার উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল কুদ্দুস ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান অলিপ প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উদ্বোধণী খেলায় পারুল ইউনিয়ন বনাম ছাওলা ইউনিয়ন অংশ নেন।