লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ও চন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকাশ ইসলাম (২৪) খামারভাতি এলাকার আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, নিহত আকাঁশের বাড়ির বাঁশঝাড়ের পাশ দিয়ে নেয়া বিদ্যুৎ সংযোগের ক্ষতিগ্রস্ত তারের মাধ্যমে গোটা বাঁশঝাড় বিদ্যুতাড়িত হয়। সেটি বুঝতে না পেরে নিহত আকাশ ইসলাম বাঁশঝাড়ে বাঁশের বাতা ভাঙতে গিয়েছিলেন। সাথে সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং একবার চিৎকার দেন। পরে স্থানীয় এক নারী ওই অবস্থা দেখে সবাইকে ডাক দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ‘ঘটনার পর পরই এখানে পুলিশ এসেছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। অভিযোগ না পাওয়ায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।