স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাস্তা অবরোধ না করে আন্দোলন থামিয়ে ছাত্রদের কিছু বলার থাকলে আদালতে বলা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে "বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর" উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবনসহ ১১টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
এসময় সংসদ সদস্যবৃন্দ, সিটি মেয়রসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ছিলেন।
বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধ ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্মপূর্ণ ভূমিকা উপজীব্য করে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি,মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, পোষাক, তৈজসপত্র রাখা হয়েছে। এ ছাড়া চিত্রকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন পুলিশের ভূমিকা, করোনা মহামারীসহ নানা দুর্যোগে পুলিশের তৎপরতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।