যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুুরুল ইসলামের ৪র্থ মৃত্যু বাষির্কি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. নুরুল ইসলামের আয়োজনে উপজেলা প্রেসক্লাবে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রশাসন মসজিদের ইমাম মুফতি আসাদুল্লাহ খান। মাহফিলে বাংলাদেশ শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর খান, বাংলাদেশ কেমিষ্ট্র এ- ড্রাগিষ্ট সমিতির উপজেলা সভাপতি ডা. আবদুল কাদের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু, সাংবাদিক তারিকুল ইসলাম, আসাদুজ্জামান, শরিফুল ইসলাম, বাবলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।