রংপুর বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর পৃষ্ঠপোষকতায় রংপুরে অলিম্পিক ডে - ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ জুলাই) রংপুর শেখ রাসেল স্টেডিয়ামের সামন থেকে নগরীতে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা ক্রীড়ায় সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, সামসুল আলম, কোষাধক্ষ খন্দকার আবদুল মজিদ হিরু, নির্বাহী সদস্য এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, মেহেদী হাসান সিদ্দিকী রনি, রুবায়েত হোসেন খান, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, সাংবাদিক মেরিনা লাভলী, সহ অন্যান্য অতিথিবৃন্দ।