রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল।
নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে নিয়ে নিয়ামতপুরে ফিরছিলেন। মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল,ট্রাক আটকসহ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।