বরগুনার তালতলী উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত বড়বগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২ একর ৫২ শতাংশ জমির মধ্যে পুকুর পাড়ের ৩ পাশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় একাধিক প্রভাবশালীরা। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের চোখের সামনে এভাবে দখল করা হলেও অজ্ঞাত কারণে নীরব রয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, ১৯৫০ সালে বড়বগী মৌজার ৭২৪ নং খতিয়ানের ৬২১-৬২২-৬২৪-৬২৫ ও ৬২৬ নং দাগে জমি থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি স্থাপনের জন্য ইনথামং রাখাইন ও জয়মা মগনী দানপত্র দলিলের মাধ্যমে ২ একর ৫২ শতাংশ জমি দান করেন। ওই জমিতে বড়বগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রটির নির্ধারিত সীমানাপ্রাচীর নেই। তাই স্বাস্থ্য কেন্দ্রের ১ একর জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে় তুলেছেন খাবার হোটেল, চা ও মুদি দোকানসহ প্রায় ২৫-৩০ টি স্থাপনা নির্মাণ করেছেন। তাতে কেউ কেউ নিজে ব্যবসা করছেন, আবার কেউ অন্যের কাছে ভাড়া দিয়ে টাকা আদায় করেছেন। দীর্ঘদিন ধরে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হলেও তা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না।
স্বাস্থ্যকেন্দ্রর জমিতে থাকা চা দোকানদার বাবুল হাওলাদার বলেন, আমি গত ২ মাস ধরে এই দোকানটি খোকন মিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছি। প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়়া দিয়ে় ব্যবসা পরিচালনা করে আসছি। এ ছাড়া আমি কিছু বলতে পারব না।
স্বাস্থ্যকেন্দ্রের জমিতে থাকা চা দোকানদার হানিফ বিশ্বাস বলেন, আমি গত ২ বছর আগে ঘর মালিক কেতাব আলীর কাছ থেকে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি। প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দিচ্ছি। কার জমিতে দোকান ঘর নির্মাণ করা হয়ে়ছে জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জানি এটা স্বাস্থ্যকেন্দ্রের যে যার মতো করে দখলে করে নিয়েছেন।
তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, একসময় স্বাস্থ্য কেন্দ্রের চারদিকে অনেক জায়গা ফাঁকা ছিল। জমির দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় একটি মহল সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য কেন্দ্রটির ১ একর জমি বেদখল হয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবৈধ জমির দখল ছাড়তে খুব দ্রুত নোটিশ দেওয়া হবে।