ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে ভলাকুট উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালকে ৩-২ গোলে পরাজিত করে গুনিয়াউক দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রুমা আক্তার। এ সময় সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহমেদ কামরুল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজারুল হুদা, কবির হোসেন, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া, ফান্দাউক ইউপি চেয়ারম্যান মো: ফারুকুজ্জামান ফারুক, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূইয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান মো: রুবেল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু, সাবেক জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: অলি মিয়া, সাধারণ সম্পাদক এস এম নুরে আলম, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুল জলিল কাঞ্চনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার ফুটবল প্রেমি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।