সাবেক গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল করিম পাটওয়ারী সাহেবের সহধর্মিনী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল এর মমতাময়ী মা জননী মরহুমা ফাতেমা করিমের ১৪ তম মৃত্যুবার্ষিকী ধর্মীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১২ জুলাই) প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী কুরআন খতম, কবর জিয়ারত, বাদ জুম্মা ঐতিহ্যবাহী পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমার জন্য সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ও মরহুমার জ্যেষ্ঠ পুত্র আলহাজ¦ আবু নঈম দুলাল পাটওয়ারী। এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। সবাই দুলাল পাটওয়ারীর মা বাবার জন্য দোয়া কামনা করা হয়। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।