পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মধু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। জাহাঙ্গীর আলম মধু তিনবার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আজ রাত সাড়ে ৯ টায় উপজেলার রাঙ্গালিয়া ঈদগাঁ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।