সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বটতলায় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।