কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেছেন। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইনে বসে পড়েন তারা।
এর আগে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হল থেকে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।তাদের ভাষ্য, কোটা থাকবে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। এ ছাড়া দেশে কোনো কোটা সিস্টেম চলবে না। যতদিন পর্যন্ত ২০১৮ এর পরিপত্র জারি না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তারা।