রংপুরের পীরগাছায় সিএনজির চাপায় গোলাম হোসেন (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার তালুক ইসাদ চাকলার পাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন চাকলার পাড় গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় গোলাম হোসেন বাই সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে আসা গাইবান্ধাগামী একটি দ্রুতগতির সিএনজি গোলাম হোসেনকে চাপা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে পীরগাছা হাসপাতালে আসার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা সিএনজিটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। সিএনজি থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।