শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি হয় রাজধানীতে। ফলে সড়ক ভেসে যায় বৃষ্টির পানিতে। এতে বেশি দুর্ভোগে পড়েন শুক্রবারে জরুরি প্রয়োজনে যাতায়াত করা মানুষজন। রাস্তাগুলো জলাবদ্ধতায় অনেক এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। কোথাও কোথাও যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। মহানগরজুড়ে সৃষ্টি হয়েছে স্থবিরতা। স্থবির হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়া অফিস বলছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৭ মে ২২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।
শুক্রবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোড ও সেগুনবাগিচা পানিতে ডুবে আছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ডুবে গেছে। ইঞ্জিনে পানি ঢুকে অনেক গাড়ি মাঝরাস্তায় বিকল হয়ে পড়ে আছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যেতে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।