কোটা সংস্কারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধরা কোটা বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এর আগে বৃহস্পতিবার বিকেল তিনটায় মহাসড় অবরোধ করে শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে মহাসড়ক বন্ধ করে অবরোধ শুরু করেন। একপর্যায়ে পুলিশ পিছু হটে। টানা পাঁচ ঘন্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে চলে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন, মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পরে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছি।