নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় আফেলা বেগম (৩০) নামে এক উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১১ জুলাই রাতে সৈয়দপুর-নীলফামারী সড়কের ট্রেক্সটাইল বাজার হইতে ৫০০ গজ দূরে নীলফামারী বানিজ্য মেলার সামনে ওই দূর্ঘটনা ঘটে। নিহত আফেলা বেগম জেলা সদরের আরাজি কুচিয়ার মোড় এলাকার আহেদুল ইসলামের স্ত্রী ও উত্তরা ইপিজেডের একটি কোম্পানির নারী শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপর নারী শ্রমিক বিজলী বেগম (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম।
জানা যায়, ওভার ডিউটি শেষ করে ইপিজেড থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটো ভ্যানে করে রওনা হয় আফেলা ও বিজলী। টেক্সটাইল বাজারের কাছে পৌছালে শুরু হয় বৃষ্টি। এ সময় বৃষ্টির পানি হইতে রক্ষার জন্য ব্যবহৃত পলেথিন ভ্যানচালকের মুখে এসে পড়লে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান আফেলা। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফেলাকে মৃত ঘোষণা করেন।