ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লীতে বিলের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় বসত বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রাম এলাকার তালতলা বিলের একপাশে বাঁধ দেয়া নিয়ে এলাকার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু গ্রুপ ও অমেদুল ইসলাম পেরেক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো বেশ কিছুদিন ধরে। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টাও করেন স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিদ্যাধরপুর গ্রামের পার্শ্ববর্তী ভাটামতলা বাজারে বিলের বাঁধ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিত-ের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে অন্তত ১০জন আহত রক্তাক্ত জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে আহতদেরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর জখম হচ্ছে-আবদুর রাজ্জাক মাষ্টার, মফিজ উদ্দীন ম-ল, আশাদুল ইসলাম, আমিনুর ইসলাম, সুন্নত আলী, সাগরী খাতুন ও আনোয়ারা বেগম। বাকীরা রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আবদুর রাজ্জাক মাষ্টারকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত আয়জুদ্দীনের কন্যা সাগরী খাতুন জানান, রাত ৯টার দিকে অমেদুল ইসলামের লোকজন এসে তাদের বাড়ী ও পাশের লাল চাঁদ ম-লের বাড়ী ভাংচুর চালিয়েছে। সেই সাথে তারা তাকে ও লাল চাঁদ ম-লের স্ত্রী ও নজরুল চেয়াম্যানের মা আনোয়ারা বেগমকে বেধড়ক মারধোর করেছে।
আহত সুন্নত আলী জানান, তিনি ভাটামতল মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাইরে বের হওয়ার সাথে সাথে নজরুল চেয়ারম্যানের ভাইয়েরা ধারালো অস্ত্র নিয়ে তাকেসহ অনেকের মারধোর ও কুপিয়ে জখম করেন। বিষয়টি নিয়ে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।