বগুড়ার শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ১২ জুলাই শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিক্সাওয়ালা আলাল শেখকে ছুরিকাঘাত করেছে আদনান হাবিব অনিক (২৬) নামের এক যুবক। এ ঘটনায় অনিক কে আটক করে উত্তম দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি বেশামাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুশিল সুপার (শেরপু-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন ও অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আদনান হাবিব ওরফে অনিক কে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শঅস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের শান্তিনগড় এলাকার মো. আবদুল হাকিমের ছেলে আদনান হাবিব ওরফে অনিক ১২ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সড়কের উপর মোটরসাইকেল রেখে রেজিস্ট্রি অফিস বাজারে বাজার করছিল। এ সময় উত্তর সাহাপাড়া এলাকার আফজাল শেখের ছেলে আলাল শেখ রিক্সায় যাত্রী নিয়ে রেজিস্ট্রি অফিস বাজার থেকে বের হওয়ার সময় অনিকের মোটরসাইকেল টি সামনে পরে যায়। এ সময় তাকে মোটরসাইকেলটি সরনোর জন্য বললে তার সাথে কথ কাটাকাটি হয়। এরই একপর্যায়ে আদনান হাবিব ওরফে অনিক তার কাছে থাকা চাকু দিয়ে আলাল শেখের পেটের বাম পাশে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় বাজারে আসা লোকজন অনিক কে গণধোলাই দিয়ে আটক করে রাখে। ক্রমশই পরিস্থিতি বেশামাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুশিল সুপার (শেরপু-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন ও অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আদনান হাবিব ওরফে অনিক কে আটক করে থানায় নিয়ে যায়। পরে উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা চত্বরে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি শান্ত করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।