রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহষ্পতিবার, ১১ জুলাই সকালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন। এতে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি মোটরসাইকেল, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ ঘোড়া ও সাংবাদিক হাসান মো. তারেক মুকিম আনারস প্রতীক পেয়েছেন।
এছাড়া আগেরদিন ১০ জুলাই শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। ফলে ৫জনের মধ্যে ৩ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। প্রতীক বরাদ্ধের পর প্রথমদিনেই শুরু হয়েছে জমজমাট প্রচারনা।
গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপণ্ডসচিব মো: আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপণ্ড নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান- ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪০৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৯ জন, মহিলা ভোটার ১১৬২৭ জন। ৯ টি ভোট কেন্দ্রে ৫৬ টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপণ্ড নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।