সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জ বাজারে হাফি ঔষধালয় নামে একটি ঔষধের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল ১১ জুলাই বৃহস্পতিবার রাত প্রায় ৩ টার দিকে ওই দোকানের শাটার ভেঙ্গে সত্তুর হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভা এলাকার উদ্ধবগঞ্জ বাজারের হাফি ঔষধালয় ফার্মেসীর জাকির হোসেন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত প্রায় ৩টার দিকে তার মোবাইলে সিসি ক্যামেরার মাধ্যমে ফার্মেসীর সামনের সাটারের এক পাশ খোলা দেখতে পায়।
এসময় তারা দ্রুত বাজারে এসে দেখতে পায় সংঘবদ্ধ চোরের দল দোকানের সাটার ফাঁকা করে ফামের্সীর ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ জানান, পুলিশ চোর সনাক্তের এবং মালামাল উদ্ধারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।