নীলফামারীতে সন্ত্রাস,মাদক, জঙ্গিবাদ বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম ও আলেম ওলামাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। ১১ জুলাই শহরের টুপির মোড় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এর আয়োজন ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ আশরাফুল হক উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী সদর। বিশেষ অতিথি মোঃ তানভিরুল ইসলাম (পিপিএম সেবা) অফিসার ইনচার্জ নীলফামারী সদর থানা, আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ তৌহিদুল ইসলাম উপজেলা ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী সদর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার নীলফামারী সদর উপজেলার শিক্ষকবৃন্দ।