কয়রায় শতাধিক পরিবাবের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণে জলধার (ট্যাংকি) বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ সকল পানির ট্যাংকি বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাড. মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী মোড়ল, আওয়ামী লীগ নেতা জাফরুল ইসলাম পাড় প্রমুখ।