ইন্ডাস্ট্রিয়াল পুলিশের (শিল্প পুলিশ) খুলনা জোনের পুলিশ সুপার কানাই লাল সরকার বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে খুলনার অন্যতম শিল্প গ্রুপ আরাফাত পলি প্রিন্টিং এ- প্যাকেজিং কারখানা পরিদর্শন করেন। এ সময় আরাফাত গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ’র চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠু’র পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আরাফাত গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ’র পরিচালক মো. মামুন খাঁন ও জেনারেল ম্যানেজার (জি.এম-২) মুহাম্মদ নূরুজ্জামান।
পুলিশ সুপার কানাই লাল সরকার আরাফাত পলি প্রিন্টিং এ- প্যাকেজিং কারখানা পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। একই সঙ্গে মানসম্মত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ খুলনা সাব জোন-১’র ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওসমান গনি, এসআই (নিরস্ত্র) তপন কুমার দেবনাথ, এসআই (নিরস্ত্র) সুব্রত দাশ, এএসআই (নিরস্ত্র) এবিএম, সামসুজ্জামান প্রমুখ।