রংপুরের পীরগঞ্জে মেছনার চরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মোত্তালেব মিয়া(১২)এর লাশ উদ্ধারের পর তার বাবা রাজা মিয়া গত বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এতে উল্লেখ করা হয়,ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোত্তালেব মিয়া গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বাড়ির পাশে জনৈক আশরাফ মিয়ার দোকানে টিভি দেখতে যায়। এরপর সে রাতে বাড়ি ফেরেনি। অনেক খো্জাঁখুঁজির পর পরদিন সকালে হামিদপুর গ্রামের মেছনার চরে একটি ঘাসের জমিতে তার লাশ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঁচড় ও আঘাদের চিহ্ন রয়েছে। যে কারণে অজ্ঞাতনামা আসনামী করে মৃতের বাবা রাজা মিয়া পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ময়না তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।