খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণা-বেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত নারী কর্মীদের জমাকৃত সঞ্চয় ফেরত এর চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো: সাইদুর রহমান। এয়াড়াও উপস্থিত ছিলেন, সহকারি প্রকৌশলী অম্লান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রশিক্ষক হারুন অর রশিদ। নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা এ সময় দুস্থ্য নারীদের উদ্দেশ্যে বলেন, তিলে-তিলে করে জমানো এই সঞ্চায় অপচয় করলে হবে না, এই সঞ্চয় আপনাদের ভবিষ্যৎ। হাঁস-মুরগী ও গরু-ছাগল পালনের পাশপাশি ব্যাংকে জমা রেখে প্রয়োজনের সময় উত্তোলন করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
পরে ৩০জন নারী কর্মীদের মাঝে ১লক্ষ ১৯হাজার ৭৪৪টাকা হারে মোট ৩৫লাখ ৪৫হাজার টাকার চেক ও প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
এদিকে নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা সম্প্রতি প্রবল বর্ষনে ক্ষতি হওয়া সড়ক পরিদর্শনে গিয়ে অতিদ্রুত সেগুলো মেরামত করা হবে বলে আশ^স্থ্য করেন। এয়াড়াও উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্পে গ্রহণের পাশাপাশি জুর্গাছড়ি সড়কে মেজরপাড়া পর্যন্ত অসমাপ্ত দেড় কি: মি: কার্পেটিং এর কাজ দ্রুতই টেন্ডার প্রক্রিয়ায় আনা হবে বলে জানান তিনি।