যশোরের ঝিকরগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন এ সভার সভাপত্বি করেন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদুল আলম ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ ও জেসমিন নাহার, সমন্বয় সভার সদস্য মনিরুজ্জামান, সাংবাদিকদের মধ্যে উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, মাসুদুর রহমান মাসুদ, শাহ জামাল শিশির, সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা কামরুজ্জামান।
বক্তাদের কাছ থেকে হাসপাতালের নানাবিধ সমস্যার কথা জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন। ঝিকরগাছা হাসপাতালে হৃদরোগীদের জন্য আলাদা একটি কর্নার তৈরি ছাড়াও হাসপাতালে শূন্য পথ গুলো পূরণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। ঝিকরগাছা হাসপাতালকে ১০০ শয্যায় বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের জন্য তিনি পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।