জামালপুরের মেলান্দহে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও জনগণকে উদ্ধোদ্ধকরণ শীর্ষক মত বিনিময় সভা ১১ জুলাই দুপুর ২টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-ইউএনও মাহবুবা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ডিসি সফিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী দিদার পাশা, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।