ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পাড় ভেঙ্গে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন (২৫) ও আলী মনসুর (৩৫) নামের দুই ড্রেজার শ্রমিক নিহত হয়েছে। গুরূতর আহত হয়েও প্রাণে বেঁচে গেছেন দেলোয়ারের আপন ভাই আতিকুল ইসলাম। তাদের সকলের বাড়ি ময়মনসিংহ তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া গ্রামে। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার কালিকচ্ছ ও বিশুতারা গ্রাম সংলগ এলাকায় ফসলি জমিকে পুকুর করাকালে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পানির নীচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছেন। ময়না তদন্তের জন্য লাশ সরাইল থানায় নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস, ভুক্তভোগি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরাইল উপজেলার সদর, কালিকচ্ছ, চুন্টা, শাহবাজপুর, নোয়াগাঁও, পানিশ্বর, অরূয়াইল, পাকশিমুল ইউনিয়ন সমূহে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধ পন্থায় ড্রেজার দিয়ে ফসলি জমির টপসয়েল কাটা হচ্ছে। দিনেরাতে মাটি বিক্রি করা হচ্ছে উপজেলার বাহিরে। যত্রতত্র ভাবে খনন করা হচ্ছে তিতাস ও মেঘনা। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বেশ কয়েক বার লাখ লাখ টাকা জরিমানা করেছেন। কিন্তু ঘুরে ফিরে ওই সিন্ডিকেটের সদস্যরা কোন না কোনভাবে আবারও ড্রেজার দিয়ে ফসলি জমি কাটতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত এক মাসেরও অধিক সময় ধরে বিশুতারা গ্রামের হাসান মিয়া অনুমতি ছাড়াই মাঠে ড্রেজার বসিয়ে ফসলি জমি কেটে পুকুর তৈরীর কাজ করে আসছিলেন। ড্রেজারটি পরিচালনা করছেন একই গ্রামে হুমায়ুন কবির ও আজহার মিয়া। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কাজের ফাঁকে ওই পুকুরের পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিন শ্রমিক। নীচের ছিদ্র দিয়ে প্রবল গতিতে জোয়ারের পানি প্রবেশ করছিল পুকুরে। বিষয়টি বুঝে উঠার আগেই পাড় ভেঙ্গে তিন শ্রমিকসহ পুকুরের নিমজ্জিত হয়। এ সময় ওই পানিতে একটি ঘূর্ণিপাক তৈরী হলে সেটিতে তিনজনই নীচের দিকে তলিয়ে যায়। কোন রকমে পানির ঘূর্ণি থেকে বেঁচে আসেন আতিকুল। দেহ না চললেও আতিকুল তলিয়ে যাওয়া সহোদর ভাই দেলোয়ার ও চাচাত ভাই আলী মনসুরকে খুঁজতে থাকেন। অনেক কষ্টে দেলোয়ারকে আধামরা অবস্থায় পানি থেকে টেনে তুলে আনেন। মনসুর নিখোঁজ। একটু পর আবারও পাড় ভেঙ্গে পানিতে নিমজ্জিত হন দেলোয়ার। অনেক চেষ্টা দু’জনের কাউকেই আর পাওয়া যায়নি। আতিকুল ড্রেজার মালিক হুমায়ুন ও আজহারকে একাধিকবার ফোনে বিষয়টি জানালেও তারা সেখানে যাননি। আতিকুলের চিৎকার আর আহাজারি শুনে আশপাশের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। রাত গভীর হওয়ায় কোন কোল কিনারা করতে পারেননি। গতকাল সকাল ১০টার দিকে ভৈরব থেকে ডুবুরি নিয়ে সেখানে হাজির হন রিয়াজ মোহাম্মদের নেতৃত্বে সরাইল ফায়ার সার্ভিসের একটি দল। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস ও সরাইল থানা পুলিশের একটি দল। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর ১২ টার দিকে ডুবুরি দলের সদস্যরা প্রথম উদ্ধার করেন দেলোয়ারের মরদেহ। এর কিছুক্ষণ পর তারা আলী মনসুরের লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ দুটি থানায় নিয়ে গেছেন পুলিশ। ‘তরী’ সরাইল উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব খান বলেন, ড্রেজারে মাটি কেটে ফসলি জমি ধ্বংস করা ও জমির টপসয়েল কাটা দন্ডনীয় অপরাধ। এ গুলো পরিবেশের জন্যও মারাত্বক হুমকি। কৃষকসহ সকল শ্রেণি পেশার মানুষকে এই গুরূত্বপূর্ণ বিষয়ে নিয়মিত উদ্ভুদ্ধ করতে হবে। অপরাধমূলক কাজে নিয়োজিত সতর্কতা ও সচেতনতার অভাবে আজ তরতাজা দুটি প্রাণ হারাতে হয়েছে। অভিযান ও ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় নির্বাহী কর্মকর্তাকে তরীর পক্ষ থেকে ধন্যবাদ। ভবিষ্যতেও এমন ব্যবস্থা অব্যাহত রাখার অনুরোধ করছি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশের ময়না তদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। পরিবার ও স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।